ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কেউ পূর্ণবাসন করবেন না: নুরুল হক


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৪ রাত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে কেউ পূর্নবাসন করবেন না। আওয়ামী লীগ এখন মরা লাশ, একে নিয়ে টানা-হেঁচড়া করে লাভ নাই। কেউ যদি আওয়ামী লীগের নাম নেয়, তার পরিণতি ভাল হবে না। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, তাদের কোনো জায়গা হবে না এই বাংলার মাটিতে। শেখ হাসিনা জুতা পরার সময় পায়নি। আপনারাও পালিয়ে যাওয়ার সময় পাবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল করা ও অস্থিতিশীল করার জন্য ভারতের দিল্লি বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জনগণের কাছে ক্ষমা চান।

গণঅধিকার পরিষদের আয়োজনে ‘তারুণ্যের গণসমাবেশে’ নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে এক সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে নেত্রকোনা জেলা গণ অধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু সারা দেশে এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি।

এসময় গণঅধিকার পরিষদ তিনশো আসনে নির্বাচনের করার ঘোষণা দিয়ে নেত্রকোনা-২ আসনের হাসান আল মামুন প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।

জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদর সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান,  কেন্দ্রীয় কমিটির নেত্রী রোকেয়া জাবেদ মায়া, সৈয়দ মাহাবুবুর রহমান, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেক হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কামরান আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত