ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

ইসলামী শ্রমিক আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন


  মোস্তাক আহমেদ খান

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৪, ১১:১০ দুপুর

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে আল হেরা মডেল মাদরাসা এই অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে মো. মোজাম্মেল হককে সভাপতি, মো. লাল মিয়াকে সহ-সভাপতি, মো. ইয়াহিয়াকে সেক্রেটারী ও মো. আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৫-২৬ সনের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব শ্রমিক নেতা মোহাম্মদ মামুনুর রশীদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি মুফতি নোমান সিরাজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. সাইফুর রহমান সাদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার হাফেজ মাও. মাজহারুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ ফাহিম।

উপজেলা সম্মেলনটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাও. আমিনুল হক লিমন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত