পূর্বধলায় কন্দাল ফসল উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
মোস্তাক আহমেদ খান
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:০০ বিকাল
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী ৩০ জন কৃষক–কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭ নভেম্বর) বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে কন্দাল ফসলের মধ্যে বিশেষ করে আলু, মিষ্টি আলু, পানি কচু, লতিরাজ, কচু ও গাছ আলুর উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক সালমা আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র (খামার বাড়ি নেত্রকোনা), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জোবায়ের হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাহমুদুন নূর প্রমুখ।