শেরপুরে বিএনপি'র সমাবেশে জনতার ঢল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:২৮ বিকাল
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে নেমেছে জনতার ঢল।
৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মাধবপুরস্থ জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর বাসার সামনে থেকে জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শহরের সকল রাস্তায় লোকে লোকারণ্য হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৬ বছর পর জেলা বিএনপির প্রকাশ্যে এবং কোনরকম পুলিশি বাধা ছাড়া এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।
শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয় এবং বক্তব্য রাখেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহ্বায়ক মো. হযরত আলী।
এ সময় তিনি বলেন, আওয়ামীলীগের সাথে আঁতাত কারী কেউ বিএনপিতে ঢুকতে পারবে না। আমি অনুরোধ করবো দলে আর কোন ভেদাভেদ নাই। সব ভুলে এক হয়ে দলটাকে সুন্দর করি। একসাথে কাজ করি। দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করি। বিএনপিকে অনেকে অনুপ্রেবেশ করতে চাচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে।
এছাড়াও অন্যান্য নেতার মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, ফজলুল রহমান তারা, কামরুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নকলা উপজেলা বিএনপি নেতা ফাহিম চৌধুরী, নালিতাবাড়ি উপজেলা বিএনপি নেতা ভিপি আনোয়ার, মহিলা দলনেত্রী অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, লিপি বেগম, নুরজাহান বেগম, জেলা যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল ইসলাম আনন্দ প্রমুখ।