এক যুগ পর শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজে জেলা প্রশাসক
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪২ রাত
দীর্ঘ ১২ বছর যাবৎ জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ৬ গার্লস ডিগ্রি কলেজ ও মডেল গার্লস স্কুল আওয়ামী ফ্যাসিবাদী নেতাদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল। গত ৬ নভেম্বর মামুনুর রশিদ পলাশ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।
শেরপুর জেলা বিএনপির আহবায়ক ও মডেল গার্লস ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব হযরত আলী ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান তরফদার কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে নারী শিক্ষার্থীরা তাদের কলেজে এতদিন নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কালাতিপাত করছেন বলে জানান। কলেজের বাউন্ডারি না থাকায় অনায়াসে কলেজের ভিতর যখন তখন লোকজন ঢুকে পড়েন। এতে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার বোধ করেন। কলেজ ক্যাম্পাসে অবস্থিত পুকুর পাড়ে টিনের বেড়া এক সময় থাকলেও দীর্ঘ কয়েক বছর যাবৎ সীমানা প্রাচীর না থাকায় যখন তখন লোকজন প্রকৃতির সাড়া দিতে ঢুকে পড়েন ও কেউ কেউ ইভটিজিং করতে আসছেন বলে জানান নারী শিক্ষার্থীরা।
সে সময় অত্র কলেজের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হরযত আলী বলেন আমি প্রয়োজনীয় অর্থ দিয়ে সহযোগিতা করব এবং জেলা প্রশাসককে প্রশাসনীয় ব্যবস্থা নিয়ে কলেজের বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করে নিরাপত্তার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানান।
সে সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মডেল গার্লস ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ হাসান বাদল সহ কলেজের প্রভাষক, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।