নালিতাবাড়িতে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন

ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৬ দুপুর
 (1)_original_1730283415.jpg)
শেরপুরের নালিতাবাড়িতে আজ ৩০ অক্টোবর বুধবার শহীদ মীনার চত্তরে উপজেলা বিএনপির একাংশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমীনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সন্মেলন করে। গত ২৮ অক্টোবর ইউ্এনও এবং এসিল্যান্ড এর অপসারন দাবী করে সংবাদ সন্মেলন করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমীন।
সংবাদ সন্মেলনে তিনি তার বক্তব্যে নালিতাবাড়ি বিএনপির কিছু সংখ্যক নেতা কর্মীরা চাদাবাজির সাথে জড়িত আছে বলে উল্লেখ করেন। বিএনপির সাবেক সভাপতি নূরুল আমীন এর এই বক্তব্যের প্রতিবাদে আজ ৩০ অক্টোবর উপজেলার শহীদ মীনার চত্তরে পাল্টা সংবাদ সন্মেলন করে উপজেলা বিএনপির আরেক অংশের নেতা কর্মীরা।
সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নালিতাবাড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান লিটন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আনোয়ার হোসেন,মরিচ পুরান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুন আলী, পোড়াগ্ধা ও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর চৌধুরি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক উসমান আলী, দুলার মিয়া,শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন,মানিক মিয়া,উপজেলা যুব দলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,উবায়েদ, কলিমোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন সামাদ, ছাত্রদলের সভাপতি আপন সরকার। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং মহিলা দল সহ বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সন্মেলনে উপস্থিত
ছিলেন।
বক্তারা উপজেলা প্রসাশনকে সকল প্রশাসিিনক কাজে সহযোগিতার আশ্বাস দেন । এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আমীন ভবিষ্যতে দলীয় শৃংখলার পরিপন্থী কোন কাজ করলে আমরা দলীয়ভাবেই তার যথোপযুক্ত জবাব দিবো বলে হুশিয়ারী দেন বক্তারা।