ফারহা দীবা খুন : সিকিউরিটি গার্ড গ্রেপ্তার, গাড়িচালকের খোঁজে অভিযান চলছে
আরবান ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০১:০৫ দুপুর
মিরপুর ডিওএইচএসে চাঞ্চল্যকর বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা দীবা (৬০) হত্যাকাণ্ডে ওই বাসার সিকিউরিটি গার্ড মো. মিলন মিয়া (২৩) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব জানিয়েছে, মিলন মিয়া ফারহা দীবা (৬০) হত্যাকাণ্ডের মূলহোতা। সিকিউরিটি গার্ড ও গাড়িচালক মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আলোচিত ও চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবা হত্যা মামলার পলাতক আসামি মো. মিলন মিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এই নৃশংসতা ঘটানাের সময় ফারহা দীবা বাসায় একা ছিলেন। সেই সুযোগে সিকিউরিটি গার্ড ও গাড়িচালক তাকে হত্যা করে ।
র্যাব জানায়, রোববার (২৭ অক্টোবর) মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এইদিন সকালে বাসার সিকিউরিটি গার্ড ও পাড়িচালক ফারহা দীবাকে হত্যার পর আলমারিতে রাখা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকাসহ নিহতের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে রাখা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় পল্লবী থানায় এই দুজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিলন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকায় নিজেকে আত্মগোপন করে রাখে। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক গাড়িচালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।