দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু
নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ দুপুর
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে গলায় েফাঁস দিয়ে লোমান সরকার হৃদয় (২০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে হৃদয়। হৃদয় ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। সে ওই এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতো বলে জানিয়েছে পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সে ঘরেই অবস্থান করছিলো হৃদয়। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি আম গাছের নিচে গলায় রশি পেছানো অবস্থায় হৃদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম
জানান, ওই কিশোর নেশার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না
থাকায় বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।