পূর্বধলায় ফুটবল খেলতে নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ দুপুর
নেত্রকোণার পূর্বধলায় বাড়ির পাশে ফুটবল খেলতে নিষেধ করায় সুরুজ আলী (৫৯) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। অভিযুক্ত যুবকের নাম জাফর আলী। তিনি নিহত সুরুজ আলীর পূর্বের ব্যবসায়িক অংশীদার মাহবুবের ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলার কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী উপজেলার হিরনপুর কুমারকান্দা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জসীম উদ্দীনের ছেলে। অভিযুক্ত জাফর আলী নিহতের পূর্বের ব্যবসায়ীক অংশীদার ও জেলার সদর উপজেলার কুমারকান্দা গ্রামের মাহবুবের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার কুমারকান্দা গ্রামের সুরুজ আলী ও একই গ্রামের জেলা সদরের প্রতিবেশী মাহবুব একসাথে শেয়ারে ফিশারির ব্যবসা করতেন। এক বছর আগে মতের অমিল হওয়ায় সুরুজ আলী মাহাবুবের কাছ থেকে চলে আসেন। এর মধ্যে মঙ্গলবার বিকালে সুরুজ আলীর বাড়ির পাশের জমিতে মাহবুবের ছেলে জাফর আলী কয়েকজনকে নিয়ে ফুটবল খেলছিল। ঘরের জানালায় বল এসে পড়লে তাদেরকে খেলা বন্ধ করতে বলেন সুরুজ আলী। এ নিয়ে মাহাবুবের ছেলে জাফর খেলা বন্ধ করবে না বলে সুরুজ আলীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জাফর আলী সুরুজকে কিল ঘুষি ও খাটের ছেলি দিয়ে মারপিট শুরু করে। এতে সুরুজ আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জাফর ও মাহাবুব পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাজুল ইসলাম জানান, হিরনপুরের কুমারকান্দায় সুরুজ আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।