শেরপুরে নবগঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ দুপুর
নবগঠিত শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শহরের নতুন বাজারস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে এর সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সভাপতি কাকন রেজা।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি লক্ষ্যে হাল সনের সদস্য নবায়ন, নতুন সহযোগী সদস্য আবার আহবান এবং সহযোগী সদস্যদের সাধারণ সদস্য পদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্তসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
এছাড়া সভার শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সাথে তাদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় নির্বাহী পরিষদের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল ও মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ্য জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপনসহ অন্যান্য নির্বাহী সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, মুকসিতুর রহমান হীরা, আসাদুজ্জামান মুরাদ, জুবায়ের রহমান, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লা ও শাহরিয়ার সাকির। এছাড়া অতিথি সাংবাদিকদের মধ্যে ড. আনিসুর রহমান আকন্দ, তারিকুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।