পূর্বধলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ দুপুর
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আয়োজনে পূর্বধলা হেলিপ্যাড মাঠে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাঈদ আল মামুন শহিদ ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক, ১৬১ নেত্রকোনা-৫ ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দীন আহমেদ নওয়াব, মোহাম্মদ আবুল হাসনাত বেপারি, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, পূর্বধলা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, পূর্বধলা উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্বার মাগফিরাত কামনা, সস্প্রতি ছাত্র জনতার আন্দোলনে নিহত নেতা কর্মীদের আত্বার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করা হয়।