ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থিতা নিশ্চিত কমলার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৩ আগস্ট ২০২৪, ১১:০১ দুপুর

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে।

আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত