ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

হোগলা ইউনিয়ন পরিষদের সাথে ওয়ার্ল্ড ভিশনের যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর


  মোস্তাক আহমেদ খান

প্রকাশ :  ০১ আগস্ট ২০২৪, ০৯:৩২ রাত

নেত্রকোনার পূর্বধলায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি (স্টিয়ারিং কমিটি) সমূহকে কার্যকরী ও চলমান করণের লক্ষ্যে পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হোগলা ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি (স্টিয়ারিং কমিটি) সমূহকে কার্যকরী ও চলমান করনের লক্ষ্য সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পাদন করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে হোগলা ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোগলা ইউনিয়ন পরিষদের ১৩টি  স্থায়ী কমিটির (স্টিয়ারিং কমিটি) কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আলোচনা রাখেন, ২নং হোগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ খোকন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। 

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আছমত আলী, ডাঃ শাহ সাঈদ ইবনে, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন তালুকদার, মিরাস উদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব জুয়েল রানা সরকার,  ইউনিয়ন পরিষদ সদস্যগণ ও পূর্বধলা উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি রাজধলা শিশু ফোরামের প্রাক্তন সভাপতি উজ্জ্বল মিয়া প্রমুখ। সমন্বয়কারী ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলি রংমা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত