বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি-চঞ্চল ও সম্পাদক-আমিনুল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০১ আগস্ট ২০২৪, ১১:২৪ দুপুর

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১শে জুলাই) বিকেলে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার সভা কক্ষে পৌর কর্মচারী সংসদের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় শেরপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ রফিকুজ্জামান ঝান্টুর সভাপতিত্বে, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক এস.এম রুহুল আমিন জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর সফল পৌর মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান। 

উদ্বোধক হিসেবে ৩য় দফায় নির্বাচিত  পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ মোঃ নজরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র -২ মোঃ কামাল হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, পৌর কাউন্সিলর মোঃ ইদ্রিস আলী গেন্দাকুল, মোঃ বাবুল মিয়া,স্মৃতি পারভিন, পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ আবু লায়েছ মোঃ বজলুল করিম, নিবার্হী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সাবেক পৌর কর্মচারী সংসদ  সভাপতি মোঃ মুসলিম উদ্দিন, ফারুক আহমেদ সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিকবৃন্দ সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথম দিকে সাংগঠনিক সার্বিক বিষয়ে আলোচনা করা হয় এবং সকলের সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট  একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। দ্বিতীয় অধিবেশনে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মেয়র মোঃ হুমায়ুন কবীর রুমান এর উপস্থিতিতে উদ্বোধক হিসেবে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন  কর্মচারী সংসদের নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ঘোষণা দেন প্রধান সহকারী ও সংসদের সহ-সভাপতি মোঃ নুর -ই-আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক পৌর পাম্প চালক মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর জীপ চালক মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি পৌর বিসাব রক্ষক মোঃ আল হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর এম,এল, এস এস মোঃ তানভীর আহমেদ রতন, কোষাধ্যক্ষ পৌর টিকাদানকারী মোঃ জুয়েল মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক পৌর বিদ্যুৎ হেলপার মোঃ আব্দুল আলিম হক, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পৌর এম এল এস এস মোঃ শহিদুল ইসলামকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্মচারীদের উদ্দেশ্যে সাংগঠনিক কর্ম তৎপরতাবৃদ্ধি সহ বর্তমান ক্রান্তিকালীন সময়ে দেশব্যাপী জামায়াত শিবির ও বিএনপি তান্ডব থেকে সোচ্চার ও প্রতিরোধে গড়ে তোলার আহ্বান জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত