হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত

আরবান ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:৫১ সকাল
 (1)_original_1722397878.jpg)
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলার শিকার হয়েছেন তিনি। হামাস এই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছে। ইসরাইল এ ব্যাপরে কোনো মন্তব্য করেনি।
ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতির উদ্ধৃতি দিযে ইরানি মিডিয়ার খবরে বলা হয়, হানিয়া যে ভবনে থাকতেন, সেখানে হামলা হয়। হামলায় হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া তেহরান গিয়েছিলেন।
বুধবার সকালে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, 'তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলা হয়েছিল।'