জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে আজ

আরবান ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৯:৪৮ সকাল
 (1)_original_1722397667.jpg)
সরকারের নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। বুধবারের (৩১ জুলাই) মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার দাবি, জামায়াত-শিবির নিষিদ্ধ হলে দেশের পরিস্থিতি শান্ত হবে।
এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) কোন প্রক্রিয়ায় জামায়াত-শিবির নিষিদ্ধ করা হবে, তা নির্ধারণে সচিবালয়ে বৈঠক করেন কয়েকজন মন্ত্রী। তারও আগে সোমবার (২৯ জুলাই) কোটা আন্দোলন ঘিরে সহিংসাতর ঘটনার জেরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের সভায় জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।
বছর দশেক আগে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচারের তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দলকে শাস্তি দেয়ার বিধান নেই এমন কথা উল্লেখ করে ১০ বছরেও সেই বিচার আর শুরুই করেনি সরকার। এ নিয়ে বারবার প্রশ্ন উঠলেও সংশ্লিষ্টরা সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন।
অন্যদিকে, জামায়াতকে নিষিদ্ধ চেয়ে করা আরেকটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। সেটি নিষ্পত্তিতেও আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।