শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
শিরোনাম

শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৪, ০৪:৩৯ দুপুর

শেরপুরের নকলা উপজেলার ধর্ষণ মামলার প্রধান আসামী সাব্বির আহম্মেদ (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রবিবার সন্ধ্যায় সাব্বিরকে জামালপুর জেলার গোপালপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সাব্বিরের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নয়াবাড়ি গ্রামে। 

র‌্যাব-১৪ সিপিসি ১ এর অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাব্বির আহমেদ ও ধর্ষণের শিকার কিশোরী প্রতিবেশী ও পরস্পরের আত্মীয়। আত্মীয়তার সুযোগে সাব্বির ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে যা শারীরিক সম্পর্কে গড়ায়। এ অবস্থায় কিশোরী গর্ভবতী হয়ে পড়লে কৌশলে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়। ধর্ষণের শিকার কিশোরী পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে সাব্বির ও তার পরিবারের বিয়েতে অস্বীকৃতি জানায়। 

এই ঘটনা কিশোরী বাড়িতে জানানোর পর কিশোরীর বড় ভাই বাদী হয়ে নকলা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ১৬ জুলাই মামলাটি হওয়ার পর সাব্বির পালিয়ে যায়। র‌্যাব-১৪ এর সিপিসি-১ এর একটি দল সাব্বিরকে জামালপুরের গোপালপুর বাজার থেকে গ্রেপ্তার করে। সাব্বিরকে নকলা থানায় সোপর্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত