মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১
শিরোনাম

গাজায় পোলিও মহামারি ঘোষণা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৪, ১০:৪৭ দুপুর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারি ঘোষণা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে।

আলজাজিরার খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই পোলিও মহামারি বিশ্বব্যাপী পোলিও নির্মূল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক এবং টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত