বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ নিহত ৩
আরবান ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৯:৩৬ সকাল
বগুড়ায় শাহ ফতেহ আলী পরিবহনের কোচের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।
সোমবার রাত ৩টার দিকে শহরতলীর বনানী বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছে জানান, দুঘটনা কবলিত দুটি যান আটক করা হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার রাত ৩টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরো একজন মারা যান।