ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

এসিড নিক্ষেপের ঘটনায় তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা


  সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ :  ০৮ জুলাই ২০২৪, ১১:০১ দুপুর

স্বামীকে তালাক দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এসিড দ্বগ্ধ স্ত্রী। শনিবার রাতে এসিড দ্বগ্ধ হাফসা আক্তার বাদী হয়ে তার তালাক দেওয়া স্বামী হুমায়ুন কবির বাকির বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওইদিন রাতেই অভিযোগটি মামলা আকারে রেকর্ড করা হয়।

গত ৪ জুন কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত গ্রামের মৃত ফজলুর রহমানের কন্যা হাফসা আক্তার তার স্বামী মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের জুবেদ আলীর ছেলে হুমায়ুন কবির বাকিকে কাজী অফিসের মাধ্যমে তালাক দেন। ২০০৭ সালে রেজিষ্ট্রি কাবিন মূলে তাদের
বিয়ে হলেও স্বামী স্ত্রীতে খুব একটা বনিবনা ছিলনা। দীর্ঘদিন তাদের কোন সন্তান না হওয়ায় হাফসা তার স্বামীকে অক্ষম দাবী করে তালাক দেন। এ ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতে ব্রাহ্মনজাত গ্রামের শশুরবাড়িতে ছুটে যান হুমায়ুন কবির বাকি। রাত ৮ টার দিকে সুযোগ বুঝে হুমায়ুন কবির বাকি একটি যন্ত্রের মাধ্যমে তার স্ত্রী হাফসার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাফসাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসের পরামর্শে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার চিকিৎসক ও তার স্বজনদের সাথে যোগাযোগ করে জানা যায়, হাফসার আশংকা জনক অবস্থা এখনও কাটেনি। চিকিৎসকের নিবির পরিচর্যায় রয়েছেন তিনি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম (সেবা) জানান, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগকটি মামলা আকারে রেকর্ড করা হয়েছে। হুমায়ুন কবির বাকি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্ঠা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত