শেরপুরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:৪৩ দুপুর
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার ৭ জুলাই সকাল সারে ১০ টায় শহরের গোপাল বাড়ী গোপাল জিওর মন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা,শ্রী শ্রী হরীনাম সংকীর্তন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রীয়তোশ সরকার ও সহ-সভাপতি দোলাল চন্দ্র সাহা এবং
শ্রী শ্রী ভবতারা কালী মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক টুকন সাহা সহ বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ উপস্থিত ছিলেন।
রথযাত্রাটি টেনে নিয়ে যাওয়ার সময় হিন্দু নারীদের উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে উঠে।