ঢাকা, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

সড়ক দুর্ঘটনা কমাতে পূর্বধলা রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ জুন ২০২৪, ০৮:২৩ রাত

আসন্ন ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনা কমাতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রধান বাজারে ১৫ জুন (শনিবার) দুপুরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

পূর্বধলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু হয়৷ এরপর বাজারের স্টেশন রোডের মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এরপর লিফলেট বিতরণ করতে বাজার প্রদক্ষিণ করেন রেডলাইনের সদস্যরা। জনসচেতনতামূলক এই কার্যক্রমে আর্থিক অনুদান প্রদান করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।

পথসভায় রেডলাইনের অন্যতম উপদেষ্টা ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন বলেন, প্রতিবছরই ঈদে সড়ক দুর্ঘটনা বাড়ে। কমবয়েসীরা এক্সিডেন্ট করে। এই দুর্ঘটনা কমাতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।

পথসভায় সভাপতিত্ব করেন রেডলাইনের ক্যাম্পেইন বিষয়ক উপকমিটির সদস্যসচিব মো. আবির ইসলাম সোহান। তিনি বলেন, আমরা দেখেছি ঈদেই মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়। এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতে অবিরাম কাজ করছে রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব।

পথসভা সঞ্চালনা করেন ক্যাম্পেইন বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মুরসালিন ইসলাম। এসময় বক্তব্য রাখেন ইশরাক আহমেদ তাইফ, যুগ্ম আহ্বায়ক মৃদুল ধর, রেডলাইনের সাংগঠনিক সম্পাদক তুষার দত্ত প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কর্মশালা বিষয়ক উপকমিটির সদস্যসচিব হৃদয় খান নাইম, যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবীর পাপ্পু, আবদুল্লাহ আল নোমান, রেডলাইনের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল হক, মাহবুব রহমান, প্রাথমিক সদস্য মো. খাইরুল ইসলাম, পল্লভ রাজভর, এমএম তালুকদার মনিসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত