কলমাকান্দায় উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১০:১০ রাত
নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্র্বাহী অফিসার আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। এছাড়া নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও মহিলা ভাইস চেয়ারম্যান
মোছা. রুনা আক্তার সভায় যোগদান করেন। বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু পূর্বাহ্নে দায়িত্ব হস্তান্তর করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আল মামুন, ওসি লুৎফুল হক, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কৃষি অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ^াস, হাজী জয়নাল আবেদীন, ওবায়দুল হক, সাইদুর রহমান ভূঁইয়া প্রমুখ।