কলমাকান্দায় বাজারে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:৪৮ দুপুর
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এর আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মার্কেটের সামনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিকান্ডে দ্রুত আগুন নেভনো বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। একই সঙ্গে গ্যাস সিলিন্ডারে আগুন লাগার পর তা সহজ কৌশলে নিভানোর পদ্ধতিও দেখানো হয়। কলমাকান্দা বাজারের ব্যবসায়ী মহল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মহড়া উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, ওসি মোহাম্মদ লুৎফুল হক ও কলমাকান্দা প্রেসক্লাব এর যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ আকন্দ,কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, ব্যাবসায়ী নেতা হাজী জহিরুল ইসলাম
মোস্তফা, শাহবাজ মিয়া, তপন সাহা , কেশব বণিক ও কাজল দে।