বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান আর নেই

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৮ সকাল
 (2)_original_1713604035.jpg)
নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান (৭৮) মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোডে নিজ বসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবক বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়োব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন।