ঢাকা, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আরবান এর আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান

  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ১৪ এপ্রিল ২০২৪, ০৮:১৯ রাত

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে আরবান এর আয়োজনে বর্ণিল বর্ষবরণ। 


রোববার (১৪ এপ্রিল) ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে আরবান একাডেমি চত্ত্বরে গানের সুরে সুরে বছরকে স্বাগত জানানো হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় আরবান এর বর্ণাঢ্য একটি র‍্যালি অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ। 

প্রতিবছর এইদিনে আরবান পরিবার মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। এটি ঐতিহ্যের পাশাপাশি পুরনো গ্লানি ভুলে নতুন বছরে নতুনত্ব নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশায়। 

পরে বৈশাখের গান "এসো হে বৈশাখ" গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। আরবান একাডেমির শিক্ষার্থীরা বৈশাখের গানে নৃত্য পরিবেশন এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

আরবান এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান বলেন,  "বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। বৈশাখের আগমনে বেজে ওঠে নতুনের জয়গান।

দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে নব আনন্দে, নব উদ্যমে। সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। নতুন বছর নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি–এ প্রত্যাশা করি।"

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত