পূর্বধলায় ছাত্রলীগের মানববন্ধন
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৯:২১ সকাল
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে মানববন্ধন করেছে পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা এগারোটায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধনে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ এর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নির্দেশনায় নেত্রকোনা জেলা ছাত্রলীগের আওতাধীন ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বুয়েটকে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রাসেল, ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।