সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

টাঙ্গাইলের সাতটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২১ দুপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির  প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
 
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
 
ঘোষিত প্রার্থীদের তালিকা অনুযায়ী—টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপির সদস্য, টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান
 
তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত