পূর্বধলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৪ দুপুর
_original_1762332312.jpg)
টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক, পূর্বধলা থানার ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মোহাম্মদ সোহেল রানা, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী, স্যানিটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা ও তাপসী সাংমা, দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, দৈনিক সংবাদ-এর প্রতিনিধি এমদাদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, “দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে সরকার টিকাদান কর্মসূচি চালু করেছে। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ এক মাসব্যাপী কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হচ্ছে।”
তিনি আরও জানান, পূর্বধলা উপজেলায় ৪ নভেম্বর পর্যন্ত টার্গেট ছিল ৬৮ হাজার ১৫০ জন শিশুর। এর মধ্যে ৬৭ হাজার ৭৭৩ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ। এটি একটি বড় সাফল্য।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান সভায় কর্মসূচির সার্বিক দিক নিয়ে আলোচনা করেন এবং মাঠ পর্যায়ে সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা প্রদান করলে শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তাই সবাইকে ১৩ নভেম্বরের মধ্যেই সন্তানদের টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

_medium_1762679038.jpg)
_medium_1762699613.jpg)



_medium_1762609411.jpg)
