সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৫ নভেম্বর ২০২৫, ০১:০০ দুপুর

শেরপুরে একতরফা ডিক্রি ও ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

৪ নভেম্বর মঙ্গলবার সকালে বাগরাকসা মহল্লায় ভুক্তভোগী পরিবাররা এ মানববন্ধনের আয়োজন করে। 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন আব্দুস সালাম, শাহ আলম, হারুন মিয়াসহ আরো অনেকে। 

তাঁরা জানান, পারিবারিক ওয়ারিশ সূত্রে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ডিক্রি জারিকৃত ভূমিতে তাঁরা বসবাস করে আসছেন। কিন্তু তাঁদেরকে কোন ধরণের নোটিশ না দিয়েই গোপনে একতরফা ডিক্রি করিয়ে নিজ ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আইনজীবীর মাধ্যমে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়ায় রয়েছি বলে জানায় তাঁরা। তাঁরা এও বলেন যে, তাঁদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হলে খোলা আকাশের নীচে ছাড়া তাঁদের দাঁড়াবার আর কোন ঠাই নাই। 

উচ্ছেদ আদেশ পাওয়া ব্যক্তিরা সাংবাদিকদের কাছে তাঁদের পাঁচটি দাবি তুলে ধরে জানান, তাঁদেরকে উচ্চ আদালতে পূর্ণ শুনানির সুযোগ দিতে হবে। উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। একতরফা ডিক্রি বাতিল করে পুনঃবিচার করতে হবে। বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত