শেরপুরে শিক্ষার্থীকে পিটিয়ে স্কুল থেকে বের করে দিলেন শিক্ষিকা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৭ দুপুর

শেরপুরের ঝিনাইগাতীর জরাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাবিহাকে পিটিয়ে বিদ্যালয় থেকে বের করে দিয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম। পরে তাকে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবিহা জরাকুরা গ্রামের সফিকুল ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটেছে ৩ নভেম্বর সোমবার বিকেলে একইদিন রাতে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন সাবিহার পরিবার।
বিদ্যালয় প্রধান শিক্ষক ও সাবিহা জানান, জরাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আঞ্জুয়ারা বেগম শ্রেণি কক্ষে পাঠদান না করিয়ে মোবাইল দেখতেছিলো। বিষয়টি সাবিহা বলায় তাকে বেত দিয়ে পিটিয়ে আহত করে বিদ্যালয় থেকে বের করে দেয়। এ ঘটনায় আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে ওই শিক্ষার্থী। পরে তাকে পরিবারের লোকজন ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে ভর্তি করে। ওইদিন রাতে হাসপাতালের মেডিকেল অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবিহার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে সে আশঙ্কামূক্ত রয়েছে।
এ ঘটনায় বিচার দাবী করে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর অভিযোগ দিয়েছেন নির্যাতিত শিক্ষার্থীর বাবা সফিকুল ইসলাম। তিনি এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও দাবি করেন। স্থানীয় অভিভাবকদের অভিযোগ শিক্ষক আঞ্জুয়ারার দূর্ব্যবহারের কারণে এই স্কুল থেকে অনেকেই শিক্ষার্থী অন্যত্র ভর্তি করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদের জানান।
এব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোতালেব বলেছেন এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

_medium_1762679038.jpg)
_medium_1762699613.jpg)



_medium_1762609411.jpg)
