সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন


  ইমতিয়াজ আহামেদ সজিব, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ দুপুর

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, গত রবিবার (২ নভেম্বর) আজকের আরবান  এর স্টাফ রিপোর্টার নাহিদ আলমকে কলেজে ডেকে নিয়ে অকথ্য ভাষায় হুমকি প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন। সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে মাত্র ৩৭.৫ শতাংশ শিক্ষার্থী পাশ করায় কলেজে বিপর্যয় ঘটে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাহিদ আলমকে হেনস্তা করা হয় বলে অভিযোগ।

গণমাধ্যমকর্মীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কলেজে অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, শিক্ষকদের মধ্যে বিভাজন, পক্ষপাতমূলক আচরণ ও শিক্ষার পরিবেশ নষ্টের মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার মান ভয়াবহভাবে নিম্নগামী করেছেন।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে অধ্যক্ষের এমন আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং একজন সাংবাদিকের মর্যাদার অবমাননা। কয়েক বছর আগে একই অধ্যক্ষ পূর্বধলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের অসদাচরণের প্রতিকার এবং কলেজে একজন যোগ্য ও দক্ষ অধ্যক্ষ নিয়োগের দাবি জানানো হয়।

দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম, পূর্বধলার দর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সিনিয়র সদস্য নুরউদ্দিন মন্ডল দুলাল, সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল, দৈনিক সংবাদ প্রতিনিধি এমদাদুল ইসলাম এবং দৈনিক কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি শফিকুল আলম শাহীন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজীব, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, এনটিভি প্রতিনিধি এসএম ওয়াদুদ, রূপালী বাংলাদেশ এর মিঠু সরকার, ইকরা প্রতিদিন এর আল আমিন শেখ, দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ জজ, পূর্বধলার দর্পনের স্টাফ রিপোর্টার আমিনুল হক, আলোকিত ময়মনসিংহ এর বিশেষ প্রতিনিধি মজিবুর রহমান তালুকদার, সাংবাদিক শাহীন খন্দকার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত