পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ দুপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত দুই সদস্যের এই কমিটিতে মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগকে আহ্বায়ক এবং শহিদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান কমিটি এ অনুমোদন করেন।
কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলটির দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন বার্তাটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

_medium_1762679038.jpg)
_medium_1762699613.jpg)



_medium_1762609411.jpg)
