“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” -এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ী সংগঠনগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
অপরদিকে উপজেলার নাজিরপুর এলাকায় কর্মরত রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়ন লি : কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মাননা ক্রেষ্ট পেয়েছে। সমিতির পক্ষে উক্ত ক্রেষ্ট গ্রহন করেন সংস্থার চেয়ারম্যান নজরুল ইসলাম সাগর।।