পূর্বধলায় নিরাপদ সড়কের দাবিতে এনডিএম’র অবরোধ কর্মসূচি

0
312

মোস্তাক আহমেদ খান : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এনডিএম’র আয়োজনে নিরাপদ সড়ক এর দাবিতে জীবনের নিরাপত্তায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বেপরোয়া গতির বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে প্রতিকি অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শ্যামগঞ্জ-বিরিশিরি নিরাপদ সড়ক চাই আন্দোলনে প্রতিকি অবরোধ কর্মসূচি করেছে পূর্বধলা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও উপজেলাবাসী। এ সময় প্রতিকি অবরোধ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকার শ্যামগঞ্জ জারিয়া মোড়ে ২ঘন্টা ব্যাপী এ প্রতিকী অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফ রহমান মাসুম। নিরাপদ সড়ক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য ও তাদের দাবীগুলো তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন, শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় একহাজার বালুবাহী ট্রাক চলাচল করে। বাংলাদেশের ৭০% সিলেন বা সিলিকা বালু শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়ক দিয়ে সরবরাহ করা হচ্ছে। বেপরোয়া গতিতে কোনরকম পরিবহন নিয়ম ছাড়াই চলছে হাজার হাজার ট্রাক। ওভারলোড ও ভেজা বালুবাহী ট্রাক চলাচল করার ফলে বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যাচ্ছে। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে ড্রাইভারদের খাওয়া-দাওয়া করা, গতিবিধি ও নিয়ম নীতি না মেনে অদক্ষ অনভিজ্ঞ চালক এবং অপ্রাপ্তবয়স্ক হেলপার দিয়ে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে। তাই আমরা নিরাপদ সড়ক চাই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here