মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে লৌহজং উপজেলা ছাত্রলীগ। গত ৩১ জুলাই লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন ইমন ও সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হলদিয়া ইউনিয়নে জোবাইর হোসেন ফাহিমকে সভাপতি ও লাদেন ঢালীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ৪৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে লৌহজং উপজেলা ছাত্রলীগের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।