মুন্সীগ‌ঞ্জ জেলার সিরাজ‌দিখা‌নের পলাশপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন‌

0
163

মোঃ‌ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার পলাশপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার সিরাজ‌দিখান উপ‌জেলার পলাশপুরে নিউ ঢাকা ইন রি‌সোট এলাকায় লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও লিও ক্লাব অফ ঢাকা এর যৌথ উদ্যোগে আজ ২৯‌শে জুলাই ( শুক্রবার ) সকা‌ল ১১টায় সিরাজ‌দিখানের পলাশপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সারা দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ৫০০‌ টি বি‌ভিন্ন জা‌তের গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা সেন্ট্রাল পাইওনিয়ার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের দে‌লোয়ার হো‌সেন রাজা, সা‌বিয়া আহম্ম‌দে ক‌লি, ইপ্তেখার উদ্দিন, শাহাদত হো‌সেন, জো‌বেদা নাজ‌নিন চৌধুরী, লায়ন শিল্পী সায়েম জামান এবং লিও ক্লাব অফ ঢাকা এর সভা‌পতি তাস‌ফিয়া আজাদ ও সাধারন সম্পাদক সা‌কিবুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছি‌লেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here