শহীদুল ইসলাম, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা মদন উপজেলায় সারা দেশের ন্যায় আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মদন উপজেলায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মদন উপজেলার সেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি লিটন বাঙ্গালীর সভাপতিত্বে সবায় বক্তব্য রাখেন মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খান এখলাছ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের নেতা বাবু বিমান কুমার বৈশ্য, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ রহুল আমিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর কামাল,ওয়ারেছ উদ্দিন, কিবরিয়া কামাল,মদন উপজেলা যুবলীগের সম্পাদক মণ্ডলীর নেতা মোঃ মাহাবুব সহ উপজেলা সেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।