এবার সিঙ্গাপুরে মাঙ্কিপক্স রোগী শনাক্ত

0
172

আরবান ডেস্ক : সিঙ্গাপুরে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোগীর বয়স ৪৫ বছর এবং তিনি একজন মালয়েশিয়ান নাগরিক। যিনি অনেক বছর ধরেই সিঙ্গাপুরে থাকছেন। সিঙ্গাপুরে থেকেই তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। বুধবার পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হয় যে তার মাঙ্কিপক্স হয়েছে। আক্রান্ত ব্যক্তির পেট ও তলপেটে ফুঁসকুড়ি ও ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অবসাদে ভুগছেন। জ্বর ও গলাব্যাথা রয়েছে। আছে বিভিন্ন অস্থির সংযোগস্থলে অস্বস্তি ও ব্যাথা। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তাকে সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রের (এনসিআইডি) একটি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এও জানানো হয়েছে যে, তার মাধ্যমে অন্যদের মধ্যে মাঙ্কিপক্স ছড়ানোর ঝুঁকিও কম। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, এ পর্যন্ত বিশ্বের ৫৮টি দেশে ছড়িয়েছে করোনার পর বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স। আক্রান্ত হয়েছে ৬ হাজারের অধিক মানুষ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here