নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ নেত্রকোনার দুর্গাপুরের বন্যাদুগর্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস। রোববার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ৫০০টি বন্যাদুগর্ত পরিবারকে এ ত্রান দেয়া হয়। ত্রান সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আওয়ামী লীগ নেতা শমসের আলী, আব্দুল হাকিম বিশ্বাস, আব্দুর রহমান খান,আব্দুল হেকিম, হোসেন খান, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রায়হান ,কাকৈরগড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক জনি,ছাত্রলীগ নেতা তোকির আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আলম লিজন আব্দুল্লাহ আল নোমান। ত্রান সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, চিড়া, চিনি পেঁয়াজ, রসুন, লবন, হলুদ মরিচ গুঁড়া ও ওষুধ সামগ্রী। সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস বলেন, বন্যায় ক্ষতি হয়েছে দুর্গাপুরসহ নেত্রকোনা জেলাবাসীর। দুর্গাপুর- কলমাকান্দা উপজেলাবাসী আমার আত্মার আত্মীয়। বর্তমানে এই এলাকার জনপ্রতিনিধি না হলেও আন্তরিকতার কমতি নেই। পূর্বেও আপনাদের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকতে চাই।