আশা ভোঁসলের টুইটে সোশ্যাল মিডিয়ায় ঝড়

0
705

নিজস্ব প্রতিবেদক: আশা ভোঁসলের গানের শো। তিনিই মধ্যমণি। তাকে ঘিরে বসে রয়েছেন তার চার সহকর্মী। সে দলে রয়েছেন সিদ্ধান্ত ভোঁসলে এবং সুদেশ ভোঁসলের মতো গায়করা। তিনি হাপিত্যেশ নয়নে চেয়ে রয়েছেন সামনের দিকে। আর তার সতীর্থরা মোবাইল ফোন নিয়ে খুটখুট করে চলেছেন। এমন সময়েই এক বাস্তব উপলদ্ধি শেয়ার করলেন ৮৫ বছরের প্রবাদপ্রতিম গায়িকা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই সময়ের ছবিটি শেয়ার করে টুইটারে গায়িকা লিখেছেন, ‘বাগডোগরা থেকে কলকাতা… খুব সুন্দর সঙ্গ। কিন্তু কথা বলার কেউই নেই। ধন্যবাদ আলেকজান্ডার গ্রাহাম বেল।’ ওয়েটিং রুমের দৃশ্যপট তুলে ধরেছেন গায়িকা। যেখানে দেখা যাচ্ছে, সিদ্ধান্ত থেকে সুদেশ, সকলের হাতেই রয়েছে মোবাইল। শুধু আশা ভোঁসলের হাতেই কিছু নেই। অনেকেই আশা ভোঁসলের এই ছবির সঙ্গে নিজের বাড়ির অন্দরমহলের দৃশ্য মেলাতে পারছেন। বহু মানুষ শেয়ার করেছেন গায়িকার এই টুইট। কিছু দিন আগে অমিতাভ বচ্চনও তার ড্রয়িং রুমের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, শুধুই তার নাতনি নভ্যা নভেলির হাতে একটি বই। বাকি বিগ বি’র নাতি, অভিষেক, শ্বেতা সকলে মুখ গুঁজে মোবাইলে মগ্ন। আশা ভোঁসলের এই টুইটটি যারা শেয়ার করেছেন, তাদের একজন আবার লিখেছেন, ‘ওই জায়গায় যদি আমি থাকতাম, তা হলে মন দিয়ে আপনার কথা শুনতাম।’ আর একজন কিছুটা তোপ দেগেই লিখছেন, ‘আশা ভোঁসলের সঙ্গে কথা না বলে মোবাইল নিয়ে মেতে রয়েছেন। সত্যিই দুর্ভাগ্যজনক।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here