দুর্গাপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

0
102

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান নানা আয়োজনের পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ অনুষ্ঠান পালিত হয়। এ উপলক্ষে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর কুইজ প্রতিযোগিতা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রভাষক আবু সাদেক, অধ্যাপক আব্দুর রাশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সোহরাব হোসেন তালুকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here