মোস্তাক আহমেদ খান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১টি ড্রেজার মেশিন নষ্ট করলো পূর্বধলা উপজেলা প্রসাশন। রোববার (২৮ মে ) বিকালে পূর্বধলা সদর ইউনিয়নের ডোপাডহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতিও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু উত্তোলনের মেশিন নষ্ট করা হয়েছে ও মেশিন পরিচালনা করার অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার ডোপাডহর এলাকায় দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীরা ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।