গোলাম মোস্তফা, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ময়মনসিংহ আওয়ামী লীগ রাজনীতির শুদ্ধ প্রবাদপুরুষ খ্যাত ফুলপুর-তারাকান্দা আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য একবারের উপজেলা চেয়ারম্যান ভাষাসৈনিক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম শামছুল হক এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকালে ফুলপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণায়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও প্রয়াত এম শামছুল হক এর জ্যেষ্ঠ পুত্র শরীফ আহমেদ এমপি। এম শামছুল হক ২০০৫ সালের ২৭ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর ১৫ বছর পর ২০২১ সালে ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় এম শামসুল হককে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়।