অষ্টমবারের মতো বাবা হতে যাচ্ছেন বরিস জনস

0
90

আরবান ডেস্ক : অষ্টমবারের মতো বাবা হতে চলেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। বর্তমান স্ত্রী ক্যারির গর্ভে আসছে তার তৃতীয় সন্তান। ক্যারি নিজেই সেই ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যারি তৃতীয় সন্তানের মা হওয়ার খবর দিয়েছেন।
ক্যারি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দেবেন। ৫৮ বছরের বরিস ও ৩৫ বছরের ক্যারির তিন ও দুই বছর বয়সী দু’টি সন্তান রয়েছে।
২০২১ সালের মে মাসে বিয়ে করেন বরিস-ক্যারি। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সাথে বরিসের বিচ্ছেদ। সে সংসারে বরিসের চারটি সন্তান রয়েছেন। এ ছাড়া অন্য এক প্রেমিকার সাথে বরিসের একটি সন্তান আছে। সেই হিসে অষ্টমবারের মতো বাবা হওয়ার পথে বরিস।
গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বরিস জনসন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here