সুহাদা মেহজাবিন : আগামী ২ মার্চ ২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে ২০২৩ – ২০২৫ এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন নাগরপুরের কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাগরপুরের রাজপথ কাঁপানো সাবেক তুখোড় ছাত্রনেতা, নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বোর্ডের অন্যতম সদস্য মোঃ নাজমুল হক পিন্টু।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে তার প্রতীক ছাতা মার্কা বরাদ্দ হয়েছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল হক পিন্টুর সাথে আজকের আরবানের প্রতিনিধির এক সাক্ষাতকারে তিনি বলেন,
মিথ্যা প্রতিশ্রুতি নয়, কর্মচারিদের দাবী আদায়ই আমাদের একমাত্র লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট কমিউনিটি গড়ার প্রত্যয়ে আগামী ২০২৩-২০২৫ এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
তিনি আরো বলেন, বিগত ৩ টি বছর সুখে-দুঃখে কারিগরি শিক্ষা বোর্ডের কর্মচারীদের সাথে থেকেছি। যেটুকু অর্জন, সেটি সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার কারণে। করার ছিল অনেক, সীমাবদ্ধতায় করতে পারিনি অনেক কিছু। তাই আগামী ২০২৩-২০২৫ মেয়াদে অসম্পূর্ণ কাজগুলি সমাধান করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার সহযোগিতায় আমাকে ছাতা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে কাজ করার সুযোগ করে দেওয়ার বিনীত আহ্বান করছি।
আরো বলতে চাই, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমি শ্রদ্ধা অবনতচিত্তে তা আমার পাথেয় হিসেবে নিয়েছি। জীবনের বাকি সময়টুকু আপনাদের খেদমতে নিজেকে সঁপে দিতে চাই। তাই সকল ভোটারদের কাছে বিনীত অনুরোধ এনামুল-মাসুম-নাজমুল পরিষদে ভোট দিয়ে কর্মচারিদের দাবি বাস্তবায়নে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।