মোস্তাক আহমেদ খান : ‘মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় নিউ স্টার ক্লাবের উদ্যোগে (১৪ জানুয়ারি) শনিবার ‘নিউ স্টার প্রিমিয়ার লীগ-২০২৩’ এর ১১তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ, আমেরিকা প্রবাসী মোঃ আমানুর রশীদ খান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম শামছুর সিরাজ রিয়েল, ফয়জুর রহমান ঝন্টু, রেজাউল করিম লেলিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল কবির রাসেল, মোঃ লুৎফর রহমান, এসি ক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমান রুবেল। বেলা ২ ঘটিকায় নিউ স্টার ক্লাবের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমত আলী উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আগিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ সারোয়ার জাহান খান মাসুদ, মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুল হালিম, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিনুর রহমান বাবলুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ১১তম আসরের ফাইনাল খেলায় মোট ৪টি দল অংশগ্রহন করেন ছোছাউড়া এক্সপ্রেস, এস.এম হিটার্স, রাইজিং স্টার ও সুপার সিক্সার্স। এস.এম হিটার্স বনাম সুপার সিক্সার্স এর মধ্যকার ফাইনাল খেলায় সুপার সিক্সার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ সাব্বির, ম্যান অব দ্যা সিরিজ হাসিবুর রহমান সৌরভ, সর্বোচ্চ উইকেট শিকারি আলমগীর হোসাইন ও সর্বোচ্চ রান সংগ্রাহকারি হিসেবে নির্বাচিত হন হাসিবুর রহমান সৌরভ। পরিশেষে বিজয়ী দল ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে।