কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

0
79

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শনিবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিজলডাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক এস এম হাফিজুর রহমান দুলু, মুফতী নাজমূল হোসেন, সোনাভান বেগম বিশেষ শিক্ষা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়াম বেগম, সহকারী শিক্ষক সাজেদা বেগম, বিদ্যলয় পরিচালনা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শেখ প্রমুখ। প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ের ৫০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here