আরবান ডেস্ক : দেশে হঠাৎ আবার করোনা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৫৪ জন। ৫৮ জনের মধ্যে রাজধানীতেই ৫৪ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩১ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৮১২ জন। গত ২৪ ঘণ্টায় ৩১৪ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৪ হাজার ৭৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।