২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৮৯

0
151

আরবান ডেস্ক : মহামারি করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে ২৪ ঘণ্টায় চারজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৮ জন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন প্রায় ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জন রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে বুধবার শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। মঙ্গলবার তা ১৬ দশমিক ৭৪ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাসে ২৯ হাজার ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এক দিনে ৫২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here